কলকাতা, ১ জুন (হি.স.): ভোটে আগ্রহ ফেরাতে নির্বাচন কমিশনের উদ্যোগে গড়িয়ায় গোলাপি বুথ। সকাল সকাল গড়িয়ার বরদা প্রসাদ হাইস্কুলের এই মডেল বুথে লম্বা লাইন দেখা গেল ভোটারদের। শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ। সকাল থেকেই কলকাতায় ভোট ব্যস্ততা ছিল তুঙ্গে। সকাল সকাল গড়িয়ার বরদা প্রসাদ হাইস্কুলের বুথে লম্বা লাইন দেখা যায় ভোটারদের।
এই মডেল বুথে ভোডারদের বসার জন্য রাখা হয় সোফা এবং বাচ্চাদের জন্য ছিল পৃথক খেলার জায়গা। সব মিলিয়ে এলাহি আয়োজন করেছে কমিশন। ভোটারদের জন্য ছিল সেলফি জোনও। মডেল বুথ ভোট করিয়ে খুশি ভোটকর্মী-সহ এজেন্ট এবং ভোটাররাও।