আগরতলা, ১ জুন: পিস্তল উদ্ধারকান্ডে জড়িত এক যুবতীকে গ্রেফতার করেছে জিআরপি। আজ তাকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ২৪ মে গোপন সংবাদের ভিত্তিতে আগরতল রেলস্টেশন থেকে সন্দেহভাজন একজন ছেলে ও মেয়েকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছিল পুলিশ। তাতে তাদের কাছ থেকে ৯ এমএম পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছিল। ধৃৃতরা হলেন, উত্তর মহারানীপুরের বাসিন্দা করণ দের্ববমা এবং প্রিয়া দের্ববমা। তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছিল।
পুলিশী তদন্তে পিস্তলকান্ডে আরও এক যুবতীর নাম উঠে আসে। গতকাল তাকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সে কল্যাণপুরের বাসিন্দা রেমরেমী দেববর্মা(২০)। তাকে তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।