আগরতলা, ১ জুন: শনিবার কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার উপর এক দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে৷ আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
আটটি জেলার জেলা শাসক, ২০টি ইউ এল বি’র মহকুমা শাসক, ৫৮ টা ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের নিয়ে আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, জিতেন্দ্র শ্রীবাস্তব স্বচ্ছ ভারত মিশনের যুগ্ম সচিব, স্বচ্ছ ভারত মিশনের এমডি রজত পন্থ, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের সচিব ব্রিজেস পান্ডে, আরবার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা।