নিশিগঞ্জ, ৩১ মে (হি. স.) : ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হল ট্রাকচালককে। বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কের নিশিগঞ্জে ধরা পড়ে ওই ট্রাকচালক।
মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, মেঘালয় থেকে একটি পণ্যবাহী ট্রাক কোচবিহার হয়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ট্রাকটিকে নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের সিটকিবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আটকায়। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৯১৯ গ্রাম ব্রাউন সুগার ও ২১ গ্রাম ইয়াবা ট্যাবলেট। শুক্রবার ধৃত ট্রাকচালককে মাথাভাঙ্গা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।