রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ৩১ মে: দীর্ঘ দিন যাবৎ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা।কিন্তু সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না পূর্ত দপ্তর।অবশেষে আজ সকালে কমলপুর – মরাছড়া রাস্তা অবরোধ অবরোধ করেন গ্রামবাসী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।প্রসাশন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন গ্রামবাাসী।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, পূর্বে কমলপুরে রাস্তার সম্পূর্ন কেটে কালভার্ট নির্মাণ করা হয়েছিল। তাতে, মানুষের চলাচলের দুর্ভোগ অন্যদিকে বৃষ্টি ও ড্রেইনের জল বাড়ি ঘরে ঢুকে। ফলে ভট্টাচার্য্য পাড়ার বাসিন্দদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।  একাধিকবার প্রসাশনের উচ্চ পদস্হ আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যা সমাধানে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি। তাই আজ সকালে বাধ্য হয়ে কমলপুর – মরাছড়া রাস্তা অবরোধ অবরোধ করেন গ্রামবাসী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।প্রসাশন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে।