শিলচর (অসম) ৩১ মে (হি.স.) : কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা এক নির্দেশে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানিয়েছেন যে নির্বাচনী গণনার উদ্দেশ্যে শিলচর বাইপাস রোড আইএসবিটি রামনগর থেকে ৪ কিলোমিটার চেনকুড়ি পয়েন্টের দিকে ৪ এবং ৫ জুন তারিখে সকাল ৪ টা থেকে বন্ধ থাকবে।