পরনে গেরুয়া বসন, বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী মোদী

কন্যাকুমারী, ৩১ মে (হি.স.): কন্যাকুমারীর বিবেকানন্দন রক মেমোরিয়ালে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালের ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেন মোদী। শুক্রবার সকালে প্রকাশ্যে এল ছবি, পরনে গেরুয়া বসন ও মাথায় তিলক, বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী মোদী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ কন্যাকুমারীতে নামে মোদীর হেলিকপ্টার। এরপর তাঁর কনভয় পৌঁছয় ভগবতী আম্মান মন্দিরে। তাঁর পরনে ছিল সাদা ধুতি এবং সাদা চাদর। দক্ষিণ ভারতীয় কায়দায় লুঙ্গির মতো করে সেই সাদা ধুতি পরেছিলেন তিনি। এর পর মন্দিরে বিগ্রহ প্রদক্ষিণ করেন। পূজার্চনা করেন।

এর পর তিনি যান কন্যাকুমারী রক মেমোরিয়ালে। পরনে তখন সাদা শার্ট, সাদা ধুতি, গলায় উত্তরীয়। রক মেমোরিয়ালে তিনি রামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দের ছবি ও মূর্তিতে প্রণাম করেন। এরপর ধ্যানে মগ্ন হন। ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত— দু’দিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করতে চলেছেন মোদী। এই সময়কালে তিনি কথা বলবেন না। ‘মৌন ব্রত’ পালন করবেন। ধ্যানকক্ষ থেকে বাইরেও আসবেন না।