প্রচারসভার নিরিখে এক নম্বরে নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৩১ মে (হি. স.): শনিবার ভোট শেষে সন্ধ্যায় ছোটপর্দায় এক্সিট পোল-এর দিকে নজর থাকবে দেশবাসীর একটা বড় অংশের। কিন্তু প্রচারসভার নিরিখে বিরোধীদের টেক্কা দিয়ে জিতে গিয়েছেন নরেন্দ্র মোদী।

লোকসভা নির্বাচনে এবার প্রচার ঝড় তুলেছিলেন নমো। হিসাব বলছে অন্যান্য সব নেতা-নেত্রীর থেকে তিনি অনেক কদমে এগিয়ে রয়েছেন। বিরোধীরা মোদীকে পরাস্ত করার দাবি তুললেও যে হিসাব সামনে এসেছে তার থেকে স্পষ্ট জনসভা-ভাষণ, টেলিভিশন সাক্ষাৎকার সবেতেই বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন তিনি।

গত ১৬ মার্চ কন্যাকুমারীতে আনুষ্ঠানিক ভাবে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন তিনি। সাত দফার ভোটের প্রথম পর্বে দক্ষিণের ওই রাজ্যে ৪৮ আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার পর্যন্ত ৭৬ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৬টি জনসভায় ভাষণ দিয়েছেন। ১০০-র কাছাকাছি পথযাত্রা করেছেন।

এছাড়া দেশি ও বিদেশি মিলিয়ে ৮০টি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। ২০১৯-এর থেকে এবার অনেক বেশি জনসভা করেছেন নমো। এবার নির্বাচনী প্রচারের সময় ছিল ৭৬ দিন। পাঁচ বছর আগে নির্বাচনী প্রচারের সময়সীমা ছিল ৬৮ দিন। সূত্র অনুযায়ী, তিন দিনে প্রতিদিন মোদী পাঁচটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ২২ দিনে প্রতিদিন চারটি জনসভায় ভাষণ দেন।

বিজেপি সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বরাবরের মতো এবার বেশি সভা করেছেন উত্তর প্রদেশ ও বিহারে। তবে বিগত নির্বাচনগুলির তুলনায় এবার তিনি বেশি সফর করেছেন পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং ওডিশায়। উত্তর প্রদেশে সর্বাধিক লোকসভা আসন রয়েছে। এখানে ৩১টি জনসভা করেছেন মোদী। মোদীর সবচেয়ে বেশি জনসভার নিরিখে উত্তর প্রদেশের পরেই রয়েছে বিহার ও মহারাষ্ট্র। বিহার ও মহারাষ্ট্রের ২০ ও ১৯টি জনসভা করেছেন নমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *