হাইলাকান্দি (অসম) ৩১ মে (হি.স.) : শনিবার দিনও ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া বিজ্ঞান থেকে দেওয়ায় হাইলাকান্দি জেলা প্রশাসন শনিবার জেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন। শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে জেলায় এই ছুটি ঘোষণা করেছেন। ফলে শনিবার অর্থাৎ এক জুন জেলার সব সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।তবে বোর্ড কাউন্সিল এবং ইউনিভার্সিটির পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলি জেলায় যথারীতি অনুষ্ঠিত হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
2024-05-31