আগরতলা, ৩১ মে: বাড়ির লোকের অনুপস্থিতিতে চা বিক্রেতার ঘরে হাত সাফাই করল চোরের দল। ওই ঘটনায় বিশালগড় থানাধীন মধ্যেলক্ষীবিল নারীমঙ্গল স্কুল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
চা বিক্রেতা উত্তম দেব জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জানতে পারেন তাঁর শ্যালকের স্ত্রী অসুস্থ। তাই তিনি স্ত্রী-পুত্রকে নিয়ে শ্যালকের বাড়িতে গিয়েছিলেন। আজ ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। কারণ, ছেলের পড়াশোনা আছে। ছেলে বাড়িতে গিয়ে তালা খুলতে গিয়ে দেখতে পায় ঘরের দরজা খোলা। ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাথে সাথে সে মা-বাবাকে খবর পাঠিয়েছে। দ্রুত স্ত্রীকে নিয়ে বাড়িতে ছুটে গিয়েছিলেন তিনি।
উত্তম দেব জানিয়েছেন, চোরেরা ঘর থেকে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সবকিছু চুরি করে নিয়ে গেছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।