গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে মৃত দুই, নিখোঁজ ৩

বালিয়া,৩১ মে (হি. স.) : গরম থেকে স্বস্তি পেতে গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে যায় ৫ যুবক। এই দুর্ঘটনাটি ঘটে হুকুমছাপড়া কালী মন্দিরের সামনে গঙ্গায়। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর ২ জনের দেহ মিললেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি আরও ৩ জনের।

শুক্রবার বিকালে হলদি থানার অন্তর্গত পাচরুখিয়ার হুকুমছাপড়া কালী মন্দিরের সামনে গঙ্গায় স্নান করতে যায় ৫ বন্ধু। প্রত্যক্ষদর্শীদের দাবি স্নান করতে করতে এই ৫ যুবক এক এক করে জলে ডুবে যেতে থাকে। স্থানীয়দের সহায়তায় দীর্ঘক্ষণ চেষ্টা করে উদ্ধার করা হয় ২ জনের বডি। পুলিশ জানিয়েছে মৃত দুই যুবকের নাম রবি রাম (১৪) এবং সানি রাম (১৫)। এখনও পর্যন্ত নিখোঁজ আরও ৩ যুবক। এই বিষয়ে পুলিশ আধিকারিক ডিপি তিওয়ারি জানান, গ্রামবাসীদের দাবি ৫ যুবকের মধ্যে ৩ যুবক জল থেকে উঠে আসে। এদের জলে ডুবে গেছে এরকম কোনো নিশ্চিয়তা নেই এখনও পর্যন্ত। বাকি দুই যুবকের মৃতদেহ পাওয়া গেছে। ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *