আগরতলা, ৩০ মে: পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টের নিয়ে উমাকান্ত স্কুলের গণনা কেন্দ্র পরিদর্শনে গিয়েছেন পশ্চিম জেলার রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। তিনি গণনা কেন্দ্র ঘুরে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, আগামী চার জুন লোকসভা নির্বাচন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হবে। ভোট গণনাকে সামনে রেখে আজকের এই পরিদর্শন। এদিন তিনি বলেন, সমস্ত স্ট্রং রুম সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী স্ট্রং রুমের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
এদিন তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রার্থীদের প্রতিনিধিদের সিসি ক্যামেরার মাধ্যমে গণনাপ্রক্রিয়া সমস্ত বিষয় দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের থেকে সহযোগিতার আশ্বাস মিলেছে। গণনা সুষ্ঠভাবে সম্পন্ন করার সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।