আগরতলা, ৩০ মে: অবৈধ অনুপ্রবেশের দায়ে মহিলা সহ তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে নগদ ভারতীয় ৩ হাজার টাকা এবং বাংলাদেশী ১২০০ টাকা উদ্ধার হয়েছে। পুলিশী জেরায় তারা স্বীকার করেছে বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি সনজিত সেন।
পূর্ব থানার ওসি সনজিত সেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা খবর আসে চন্দ্রপুর আই এস বিটিতে সন্দেহভাজন তিনজন ব্যক্তি ঘুরাঘুরি করছেন।সেই খবরের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন তিনজন নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশী জেরায় তাঁরা অবৈধভাবে সোনামুড়া বর্ডার দিয়ে দালালের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।এদের মধ্যে একজন মহিলা এবং দুইজন পুরুষ রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, তারা কাজের জন্য পাঞ্জাবের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পরিকল্পনায় ছিলেন। ধৃতরা হলেন, বাংলাদেশের বাসিন্দা মহম্মদ নূর, মহম্মদ আবদ্দুলা এবং আসনা বেগম। তাদের কাছে ভারতীয় ৩ হাজার টাকা এবং বাংলাদেশী বারোশো টাকা উদ্ধার হয়েছে।