নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৩০ মে: বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ পল্লী এলাকায় আচমকাই ভেঙে পড়লো বিএসএনএল অফিসের বাউন্ডারি ওয়াল। অল্পেতে রক্ষা পেলো গ্রামের তিনটি ছোট্ট শিশু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। বিপন্ন হয়ে পড়ে এলাকায় বসবাস করা লোকেদের জনজীবন। দ্রুত রাস্তা থেকে পাকা ওয়ালটি সরিয়ে দ্রুত রাস্তাটিতে মানুষ চলাচলের ব্যবস্থা করা না হলে অন্যরকম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিলেন গ্রামবাসী। পাশাপাশি জেলাশাসকের নিকট দ্বারস্থ হবেন বলেও জানালেন।
জানা যায় বৃহস্পতিবার আচমকাই বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ পল্লী এলাকায় বিএসএনএল অফিসের সীমানার পাকা ওয়াল আচমকা ভেঙে পড়ে অল্পেতে রক্ষা পায় এলাকার তিনটি শিশু। বি এস এন এল কর্তৃপক্ষকে জানানোর পরও উনারা রাস্তা থেকে এই পড়ে থাকা দেওয়ালটি সরিয়ে নেওয়ার কোনরকম উদ্যোগ গ্রহণ করছেন না বলে দাবি এলাকার জনগণের। জানা যায় এলাকার বসবাসকারী অটো চালকরা রাস্তার মধ্যে পাকা ওয়ালটি পড়ে থাকায় তাদের অটো নিয়ে ব্যবসার জন্য বাইরে যেতে পারছেন না। ফলে চরম বিপত্তি দেখা দিয়েছে এলাকায়।