কলকাতা, ৩০ মে (হি. স.): বুধবারের পর বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটে থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যাদবপুর লোকসভা কেন্দ্রে দুই তৃণমূলের প্রার্থী মালা রায় এবং সায়নী ঘোষের সমর্থনে শেষ বেলার প্রচারে হাঁটেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যাদবপুরের সুকান্ত সেতু থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে হরিশ মুখার্জি রোড ঘুরে গোপালনগর সংযোগস্থল পর্যন্ত দুই লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীর সমর্থনে পদযাত্রা করেন মমতা৷
বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপর ওই সন্ধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে পথযাত্রা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শেষ বেলার প্রচারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। এবার দলীয় প্রার্থীদের সমর্থনে পদযাত্রা করেন খোদ তৃণমূলনেত্রী৷