নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ মে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বাউন্ডারি ওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পরে যায়। কারণ নির্মাণ কাজ নিম্নমানের হওয়াতেই অতিবৃষ্টিতে বাউন্ডারি ওয়াল ভেঙে পরে গিয়েছিল। স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ভেঙ্গে পড়া বাউন্ডারি ওয়াল পরিদর্শন করতে যান। তিনি ক্ষতিগ্রস্ত বাউন্ডারি ওয়ালটির বিভিন্ন দিক সরজমিনে খতিয়ে দেখেন।
এরপর সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কল্যাণী সাহা রায় দাবি করেন, বাম সরকারের আমলে দুর্নীতির আশ্রয় নিয়ে নির্মাণ কাজের গুণমান বজায় না রেখে কাজ করার ফলেই দুর্ভাগ্যজনকভাবে ওয়ালটি ভেঙে পরে গেছে। তাছাড়া প্রথম থেকেই মহকুমা হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটি নিয়ে তিনি সরব হয়েছিলেন। এখন সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও দাবি করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। এদিন বিধায়িকার সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর নীতিন কুমার সাহা, প্রদীপ ধর এবং এসডিএমও চন্দন দেববর্মা সহ অন্যান্যরা।