করিমগঞ্জ (অসম) ২৯ মে (হি.স.) : আসন্ন বন্যার মরশুমে করিমগঞ্জে জরুরী কালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের জন্য একটি “ফ্লাড সেল” ও কন্ট্রোলরুম চালু করা হয়েছে। জলসম্পদ বিভাগের উত্তর করিমগঞ্জ সাবডিভিশনের সহকারি নির্বাহী বাস্তুকরের কার্যালয়ে এই কন্ট্রোল রুম কার্যকরী করা হয়েছে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে -৯১০১৭৩০৪১৫। এছাড়া ওই কন্ট্রোলরুমের অফিসার ইনচার্জের ফোন নম্বর হচ্ছে -৮৭৬১৯৫৫৫২৭ এবং সহকারি ইনচার্জের টেলিফোন নম্বর ৮৭২১৯১২৫০৪। এতে প্রতিকুল বন্যা পরিস্থিতিতে জনগন, ব্যাক্তি ও দায়িত্বশীল নাগরিকদের ওই সেল সুষ্ঠুভাবে কার্যকরী রাখতে সহায়তার হাত বাড়িয়ে দিতে জল সম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি জরুরী কালীন পরিস্থিতিতে জল সম্পদ বিভাগের পরিকাঠামো গুলোর সুরক্ষা সংক্রান্ত তথ্য ওই কন্ট্রোলরুমে জানাতে কার্যবাহী বাস্তুকার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
2024-05-29