ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ২১ জুন বিশ্ব যোগা দিবস কে সামনে রেখে প্রস্তুতিপর্ব এখন তুঙ্গে। একতা সংঘ ও বিবেকানন্দ সেবা সংস্থার যৌথ উদ্যোগে ৭ দিনের যোগা কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। রবিবারে এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক চিত্ত দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্য যোগা সংস্থার উপদেষ্টা যীশু চক্রবর্তী, পার্থ দাস, পশ্চিম জেলা যোগা সংস্থার সম্পাদক অমল ভট্টাচার্য, ক্লাব সভাপতি শেখর ঘোষ, ক্লাব সম্পাদক অসীম সাহা উপস্থিত ছিলেন। যোগা কোচ কালী নারায়ন ঘোষের তত্ত্বাবধানে ৫৫ জন যোগা খেলোয়ার এই শিবিরে অংশ নিয়ে নিয়মিত তালিম নিচ্ছেন। এদিকে, যোগা ফর উইমেন এম্পাওয়ারমেন্ট এই স্লোগানকে সামনে রেখে প্রতিদিন নিয়মিত যোগা প্র্যাকটিস চলছে এগিয়ে চলো সংঘে। যোগা কোচ উত্তম দেবনাথ এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি চলছে। প্রচুর সংখ্যক যোগা খেলোয়াড় এখানে যোগা প্র্যাকটিস করছেন। আগামী ২১ জুন মহা সমারোহে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিশ্ব যোগা দিবস উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে রাজ্য যোগা সংস্থার পরিকল্পনা চলছে।
2024-05-29