আগরতলা, ২৯ মে: রাজধানীর রেন্টান্স কলোনি স্থিত নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা। হোমিওপ্যাথি চিকিৎসাকে সাধারণ জনগনের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার বলেন মুখ্যমন্ত্রী ।
এদিন তিনি বলেন, এই হাসপাতালে অনেক খামতি রয়েছে। অতিসত্বর তা সমাধান করা হবে। মানুষকে আরও কিভাবে সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হবে।
এদিন তিনি আরও বলেন, হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করতে সরকারকে আরও অনেকটা চিন্তাভাবনা করতে হবে। জনগণকে ভালো পরিষেবা দিতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার বলে দাবি করেন তিনি।