ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সোনার মেয়ে দীপা কর্মকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়ন শিপে ভারতের হয়ে প্রথম জিমন্যাস্ট হিসেবে স্বর্ণপদক জয় করলেন পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার। বুধবার মহাকরণে দীপা সহ তার কোচকে অভিনন্দন জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দীপার এই কৃতিত্ব সত্যিই প্রশংসার দাবি রাখে। মাঝে চোট আঘাতে জর্জরিত হয়ে গিয়েছিলো দীপা কর্মকার। তবে লড়াই করতে সে ছাড়ে নি। চোট কাটিয়ে ফের কঠোর অনুশীলনে করলেন মনো নিবেশ। এতে দীপাকে যোগ্য সহায়তা করলেন তার দ্রোনাচার্জ কোচ বিশ্বেস্বর নন্দী। যার ফসল অর্জন করলো দীপা এশিয়ান জিমনাস্টিকস চ্যাম্পিয়নশিপে। উজবেকিস্তানের তাসখণ্ডে হলো এই আসর। এতে দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক অর্জন করলেন ত্রিপুরা রাজ্যের তথা দেশের অন্যতম এই সোনার মেয়ে দীপা কর্মকার। দীপার এই সাফল্যে খুবই খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সবাই।
এদিকে, এনএসআরসিসি-র ইনডোর হলে জিমন্যাসিয়ামে ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের পক্ষ থেকেও সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে সংস্থার সভাপতি শ্রীমতি পাপিয়া দত্ত, কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, আন্তর্জাতিক জিমন্যাস্ট বিজন সাহা, রতেন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এখানেও দীপার দারুন সাফল্যে কোচ, সতীর্থ খেলোয়াড় এবং সংস্থার প্রত্যেকে ভীষণ খুশি।