হামিরপুর, ২৯ মে (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালের তীব্র সমলোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের আর্জি দ্রুত শুনতে নারাজ হওয়া প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বুধবার বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের মুখোশ আবারও উন্মোচিত হয়েছে।”
অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “তিনি ৪৭ ডিগ্রি সেলসিয়াসে রোড-শোতে অংশ নিতে পারেন। কিন্তু তারপর তিনি অসুস্থতার অজুহাতে জামিনের মেয়াদ বাড়াতে চান।” উল্লেখ্য, স্বাস্থ্য সংক্রান্ত কারণে অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। তিনি সুপ্রিম কোর্টে দ্রুত শুনানিরও আবেদন জানান। কিন্তু, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিও ফিরিয়ে দিয়েছে কেজরিওয়ালের আর্জি।