নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে: আন্তর্জাতিক মানব পাচারকাণ্ডে আরো এক কুখ্যাত অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ তথা জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃতের নাম জলিল মিয়া। তার বিরুদ্ধে তথ্য দেওয়ার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ।
এনআইএ- র তদন্তে জানা গেছে, জলিল মিয়া অন্যতম মানব পাচারকারী। সে চার্জসিটভুক্ত আসামি জীবন রুদ্র পাল, জীবন এবং সুমনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। এছাড়াও জুজ মিয়া ও শান্ত নামক দুই পলাতকের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগ সূত্র রয়েছে। যদিও গত ৮ নভেম্বর ২০২৩ যখন ২৯ জন অভিযুক্তকে আটক করা হয়েছিল তখন জলিল মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিন্তু এবারে তাকে জালে তুলতে সক্ষম হয়েছে এনআইএ।
মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে এনআইএ-র একটি দল ত্রিপুরা থেকে তাকে গ্রেফতার করেছে। সূত্রের দাবি তাকে গ্রেফতারের পর আগরতলা থেকে নিয়ে যাওয়া হয়েছে আসামে। এনআইএ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে আসাম টাস্ক ফোর্স পাসপোর্ট এক্ট ১৯৬৭ সহ বিভিন্ন ধারায় একটি মামলা নিয়েছিল। সেই মামলায় তদন্তে ত্রিপুরা হয়ে ভারতে বাংলাদেশী এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশের চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে। পরবর্তীকালে মামলাটির তদন্ত শুরু করে এনআইএ তথা জাতীয় তদন্তকারী সংস্থা।
এই মামলায় ইতিমধ্যেই এএনআইএ আসাম স্পেশাল টাস্ক ফোর্স ২২ মার্চ ২০২৩ এ বিভিন্ন ধারায় ৩৩ জনকে গ্রেফতার করেছিল। এই মানব পাচারে আরো প্রচুর পাচারকারী রয়েছে। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশ এবং রোহিঙ্গাদের ভারতের অবৈধভাবে প্রবেশ করাচ্ছে এবং পরবর্তীকালে তাদেরকে শ্রমে বাধ্য করছে। তাদেরকে পাকড়াও করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে সূত্রের খবর।