হেমন্তের জামিন-আর্জির পরবর্তী শুনানি ১০ জুন, ইডি-কে হলফনামা জমা দিতে নির্দেশ

রাঁচি, ২৮ মে (হি.স.): ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন-আর্জির পরবর্তী শুনানি হবে আগামী ১০ জুন। ১০ জুনের আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। মঙ্গলবার ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্ত সোরেনের জামিনের আবেদনের শুনানি হয়।

শুনানির সময় ইডি-র আইনজীবীকে আগামী ১০ জুনের মধ্যে হলফনামা দাখিল করতে বলেছে ঝাড়খণ্ড হাইকোর্ট৷ এই মামলার পরবর্তী শুনানি ১০ জুন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এই মামলায় তিনি জামিনের আবেদন করেছেন ঝাড়খণ্ড হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *