লখনউ, ২৭ মে (হি.স.): ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক। কংগ্রেস-সহ ইন্ডি জোটের তীব্র সমালোচনা করে এই মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার যোগী আদিত্যনাথ বলেছেন, “বাবা সাহেব আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণের তীব্র বিরোধিতা করেছিলেন, কিন্তু কংগ্রেস এবং ইন্ডি জোটের দলগুলি মুসলিম সংরক্ষণের জন্য প্রতিযোগিতা করছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গত ১৪ বছর ধরে ১১৮টি মুসলিম জাতিকে অন্তর্ভুক্ত করে, ওবিসিদের সংরক্ষণের অধিকারের উপর সম্পূর্ণ লুট করেছে।”
যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “আমরা কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই, আদালত টিএমসি-র এই ধরনের অসাংবিধানিক কাজকে কঠোরভাবে তিরস্কার করেছে। একইভাবে, বিহারে লালুজি ইতিমধ্যে বলেছেন মুসলমানদের সংরক্ষণ করতে হবে, তারা এই সংরক্ষণ কোথা থেকে পাবে, তাঁরা ওবিসি, এসসি, এসটি-র সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানদের দিতে চায়… বিজেপি এসবের বিরোধিতা করে।”

