কালভৈরব মন্দিরে পুজো দিলেন নাড্ডা, বললেন এখানে এলেই শক্তি সঞ্চারিত হয়

বারাণসী, ২৭ মে (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীর কালভৈরব মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় বারাণসীর কালভৈরব মন্দিরে পুজো দেন নাড্ডা।

কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর নাড্ডা বলেছেন, “আমরা সবাই জানি, কাশী একটি ধর্মীয় শহর। আমরা যখনই এখানে আসি, নতুন শক্তি পাই এবং আমি সর্বদা প্রার্থনা করি যে সমাজ সমৃদ্ধ থাকুক, সকলের মধ্যে সুখ-শান্তি থাকুক এবং দেশ সমৃদ্ধভাবে এগিয়ে যাক।”