মালদা, ২৬ মে (হি.স.) : দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ আন্তঃজেলা পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল নারকোটিক কন্ট্রোল ব্যুরো । রবিবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আদালত ও এনসিবি সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদার রথবাড়ি এলাকায় হানা দেয় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর একটি দল। তথ্য অনুযায়ী, রথবাড়ির চাটাইপট্টি এলাকায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা। তারপরই দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম একুব শেখ ও বিশাল হালদার। একুব কালিয়াচকের বাসিন্দা। বিশালের বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে।
এনসিবি অফিসারদের প্রাথমিক অনুমান, ধৃতদের সঙ্গে আরও কারবারীর যোগ রয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল, কোথায় তা পাচারের ছক কষেছিল, এই ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী অফিসাররা।