ক্রীড়া প্রতিনিধি আগরতলা। টেনিসের প্রচার ও প্রসারের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে ত্রিপুরা টেনিস এসোসিয়েশন।এই এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো এবার আয়োজন করা হয় গ্রীষ্মকালীন টেনিস কার্নিভাল তথা বিশেষ প্রশিক্ষণ শিবির। আগরতলা মালঞ্চ নিবাস স্থিত টেনিস কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত সপ্তাহব্যাপী এই শিবিরের আনুষ্ঠানিক সমাপ্তি হলো রবিবার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টেনিস খেলোয়াড়রা অংশ নেয় এই শিবিরে। বিশিষ্ট টেনিস খেলোয়াড়রা শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। রবিবার সকালে সমাপনী অনুষ্ঠানে শিবিরে অংশগ্রহণকারী সমস্ত টেনিস খেলোয়ারদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারসহ রাজ্য টেনিস এসোসিয়েশনের কর্মকর্তারা।
2024-05-26