ভিকি হত্যার মূল অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  ভারতরত্ন ক্লাবের উদ্যোগে শহরে মৌন মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে: ২৬ দিন অতিক্রান্ত হয়েছে ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনো মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই তার ভাই রাকেশ বর্মন সহ এই ঘটনায় জড়িত আরো বেশ কয়েকজনকে জালে তুললেও মূল অভিযুক্তের কোন হদিশ পাচ্ছে না পুলিশ।

এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে এলাকাবাসীরা এক মৌন মিছিল সংঘটিত করে। এদিন ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই মনো মিছিলে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তীর সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্যরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবে বর্তমান সম্পাদক চন্দন চক্রবর্তী বলেন, এখনো পর্যন্ত দুর্গা প্রসন্ন দেবের হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার মূল অভিযুক্তকে ক্লাব থেকে চিরতরে বহিষ্কার এবং এলাকা ছাড়া করার জন্য ক্লাব সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন চন্দন চক্রবর্তী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *