বাজারিছড়া (অসম), ২৬ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত আসাইঘাটের দশম শ্রেণির নাবালিকা ছাত্রীকে অপহরণের সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে ছয় দিনের মাথায় ত্রিপুরার গোমতি জেলাধীন উদয়পুর থেকে পাকড়াও করেছিল বাজারিছড়া পুলিশ। ধৃতকে করিমগঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় জেল হাজতে।
কিন্তু ঘটনার ১২দিন পরও অপহৃতা নাবালিকাটির কোনও হদিশ বের করতে পারেনি পুলিশ। ফলে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নাবালিকার পরিবারের সদস্যরা।
জানা গেছে, নাবালিকা মেয়েটি তার বড় বোন ও মায়ের সাথে দীর্ঘদিন ধরে লোয়াইরপোয়া ব্লকের ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর আসাইঘাট গ্রামের বাসিন্দা জনৈক কৃপাসিন্ধু গোস্বামীর বাড়িতে থাকত। সেখানে থেকেই মেয়েটি লেখাপড়া চালিয়ে যাচ্ছিল।
ইতিমধ্যে তার বড় বোনের সামাজিকভাবে বিয়েও হয়ে গেছে। কিন্তু গত ১৪ মে সকালে নাবালিকাটি স্কুলে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি। এতে বাড়ির মালিক কৃপাসিন্ধু গোস্বামী ও তাঁর পরিবার সহ মেয়েটির মা ও বোন দুশ্চিন্তায় পড়েন।
এদিকে বাড়ি মালিক কৃপাসিন্ধুবাবু অভিযোগ করেছেন, নাবালিকাটি বাড়ি থেকে যাওয়ার সময় তাঁর কিছু নথিপত্র সহ নগদ টাকা নিয়ে গেছে।
পরে তাঁরা জানতে পারেন, মেয়েটিকে বিয়ে করবে বলে ফুঁসলিয়ে অপহরণ করে পালিয়ে নিয়ে গেছে দুল্লভছড়ার শ্রীকৃষ্ণপুরের জনৈক বলাই গোস্বামীর বছর ২১–এর ছেলে রাজীব গোস্বামী। ছেলেটি গত কিছুদিন ধরে স্থানীয় রাধাপ্যারী বাজারের এক বাড়িতে থেকে রং মিস্ত্রির কাজ করত।
পরবর্তীতে মেয়েকে অপহরণ করা হয়েছে বলে বাজারিছড়া থানায় অভিযোগ দায়ের করেন তার মা। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করে পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নাবালিকাটি রাজীব গোস্বামীর প্রতারণার জালে পা দিয়ে ওইদিন বাড়ি থেকে বের হয়েছিল। প্রথমে তারা একটি ছোট গাড়িতে করে বদরপুর যায়। পরে তারা ট্রেনে করে ত্রিপুরায় পাড়ি দেয়।
এদিকে পুলিশ পলাতকদের মোবাইল ফোনের সূত্র ধরে গত ২০ মে অপহরণকারী রাজীবকে ত্রিপুরার উদয়পুর থেকে ধরে আনে। কিন্তু মেয়েটির কোনও হদিশ পাওয়া যায়নি এখনও। পুলিশের তদন্তকারী অফিসার বলেন, ধৃত রাজীব গোস্বামীর বয়ান বিভ্রান্তিকর। ধারণা করা হচ্ছে, নাবালিকাটিকে কোথাও বিক্রি করে দিয়েছে অপহরণকারী রাজীব। বিষয়টি ইতিমধ্যে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসেরও নজরে আনা হয়েছে।
এ ব্যাপারে বাজারিছড়া থানার ওসি নিলভজ্যোতি নাথ জানান, নাবালিকাটিকে উদ্ধার করতে সবদিকে পুলিশ জাল বিছিয়েছে। শীঘ্রই তাকে উদ্ধার করা যাবে বলে আশা ব্যক্ত করেছেন ওসি নাথ।