আগরতলা, ২৫ মে : অসহায় নাতির জন্য রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানালেন হতদরিদ্র দাদু।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা ২ নং ওয়ার্ডের হরিপদ গোস্বামী বেশ কয়েক বছর আগে তাঁর ছোট মেয়ে মৌসুমী গোস্বামীকে একই এলাকার ঝন্টু পালের সাথে বিবাহ দিয়েছিলেন। বিয়ের পর স্বামীর বিভিন্ন যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৌসুমী গোস্বামী গর্ভবতী অবস্থায় তার বাবার বাড়িতে চলে আসে। পরে মৌসুমী গোস্বামী তার বাপের বাড়িতে এক পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মবার পর ঝন্টু পাল এখনো পর্যন্ত তার সন্তানের কোন ধরনের খোঁজখবর নিতে আসেনি।
এরই মধ্যে গত বছর খানেক আগে মৌসুমী গোস্বামী কোন এক জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বর্তমানে মৌসুমী গোস্বামীর ছেলের বয়স ৮, তার নাম রাজদীপ পাল কিন্তু তার জীবনটা কষ্টের বলে তার দাদু তাকে কষ্ট বলে ডাকে।রাজদীপ পাল কাঞ্চনমালা এসবি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তার দাদু হরিপদ গোস্বামী একজন দিনমজুর। নুন আনতে পান্তা ফুরায় এর মত অবস্থা হরিপদ গোস্বামীর পরিবারে। দুবেলা দুমুঠো অন্য জোগাড় করতে হিমশিম খাচ্ছে হরিপদ গোস্বামী এরমধ্যে অসহায় অনাথ নাতির পড়াশোনার খরচ চালাতে বেকায় যায় পড়েছে বৃদ্ধ হরিপদ গোস্বামী। তাই শনিবার দুপুরে সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে হরিপদ গোস্বামী রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে অসহায় নাতি রাজদীপ পালের লেখাপড়া সহ তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, বর্তমান রাজ্য সরকার অসহায় গরীব মানুষদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তাই সরকার যদি তাঁর এই অসহায় নাতির দিকে একটু মুখ তুলে তাকান তাহলে তার নাতির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে।

