নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মে: রাষ্ট্র সেবিকা সমিতি অখিল ভারতীয় হিন্দু মহিলা সংগঠন। রাষ্ট্র সেবিকা সমিতির দক্ষিণ আসাম প্রান্তের ধর্মনগর বিভাগের উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই ত্রিপুরা প্রাথমিক শিবির ধর্মনগরের রাজবাড়ি দ্বাদশ বালিকা বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
উদঘাটনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্তে প্রান্ত কার্যবাহিকা স্নিগ্ধা দাস, এই বর্গের বর্গাধিকারী রুমা দাসও প্রধান অতিথি ছিলেন ধর্মনগর কলেজের প্রফেসর ডক্টর উমা নমশূদ্র।
উপস্থিত ছিলেন ধর্মনগর বিভাগের বিভাগ কার্যবাহিকা লতিকা দাস ও উত্তর ত্রিপুরা জেলা কার্যবাহিকা মীনাক্ষী নাথ।
এই শিবিরে তিন জেলা থেকে কিশোরী তরুণী ও গৃহিণী মিলে ৭৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রবন্ধিকা শিক্ষিকা ও অধিকারী ও অতিথি মিলে মোট ১২০ জনের মতো শিবিরে উপস্থিত ছিলেন।
তাছাড়া শিবিরে উপস্থিত ছিলেন প্রান্ত অধিকারী, প্রান্ত সহকার্য সহায়িকা সুচরিতা সোম দেব ও ক্ষেত্র সহ কার্যবাহিকা কৃষ্ণা ভট্টাচার্য ও প্রান্ত প্রচারিকা তথা অখিল ভারতীয় সহ-সেবা প্রমুক মাননীয়া সুপর্ণা দে মহোদয়া। বিভিন্ন বিষয়ে বৌদ্ধিক, চর্চা ও বৈঠক নিয়ে উপস্থিত অতিথিরা এদিন আলোচনা করেছেন।