নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মে: যান দুর্ঘটনায় গুরুতর আহত গবাদি পশু। বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরে কালী দীঘীর পাড় এলাকায় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত আহত হয় একটি গরু। একটি গাড়ি বাজার কলকাতা রোড থেকে কালীবাড়ি রোডের দিকে আসছিল। কালী দীঘীর পাড় এলাকায় আসার পর দ্রুত গতিতে রাস্তার মাঝে থাকা একটি গরুকে সজোরে ধাক্কা দেয়। এতে গরুটি গুরুতর আহত হয়। এটি দেখে স্থানীয় জনসাধারণ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়। আহত গরুটি বার বার দাঁড়ানোর চেষ্টা করলে তা ব্যর্থ হয়। গরুটি দাড়াতে না পারায় স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করে গরুটির পেছনের দুটি পা ভেঙে গেছে। এ
রপর পশু বিশেষজ্ঞ ডাক্তারকে খবর দিলে ডাক্তার ঘটনাস্থলে এসে গরুটির প্রাথমিক চিকিৎসা করে। এরপর স্থানীয় জনসাধারণের সাহায্যে গরুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও গরু মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
উল্লেখ্য ধর্মনগর পুর পরিষদের পক্ষ থেকে পূর্বে একাধিকবার গরু মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে শহরের মধ্যে যাতে এভাবে যেখানে সেখানে গরু ছেড়ে না দেওয়া হয়। নাহলে পুর পরিষদ এবিষয়ে জরিমানা সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সেই মোতাবেক কিছু গরু মালিকদের উপর জরিমানা করা হলে শহরে যেখানে সেখানে গরু ছেড়ে দেওয়ার ঘটনা কিছুটা হ্রাস পয়।
কিন্তু বেশ কিছুদিন ধরে পুর পরিষদের এই আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু গরু মালিক তাদের গরু শহরের যেখানে সেখানে ছেড়ে দিচ্ছে। অপরদিকে শহরে কিছু সংখ্যক যানচালক দ্রুত গতিতে শহরের বিভিন্ন পথে বাইক গাড়ী নিয়ে ছুটে বেড়াচ্ছে। যারফলে যান দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে শহরে। সেই সাথে গোরক্ষা বাহিনীদের ভূমিকা নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে জনমনে। ফলস্বরূপ শহরের কিছু সংখ্যক যানচালকের দ্রুত গতিতে বাইক গাড়ি চালানো ও কিছু সংখ্যক অসচেতন গরু মালিকদের কার্যকলাপের ফল ভোগ করতে হচ্ছে নিষ্পাপ গবাদি পশুদের।