BRAKING NEWS

হর্ষের মারকুটে ব্যাটিং পারফরম্যান্সে ভবনসকে হারিয়ে নিউ হিন্দি সেমিতে

ভবনস ত্রিপুরা -‌১৩৬/‌৭

নিউ হিন্দি স্কুল-‌ ১৪০/‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মারকুটে ব্যাটিং। ঝড়ের চেয়েও বিধ্বংসী হর্ষ বানসাল। হর্ষের ঝড়ো ব্যাটিংয়ে আসর থেকে ছিটকে গেলো গতবারের সদরের সেরা দল ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেট থেকে। সেমিফাইনালে নিউ হিন্দি স্কুল খেলবে হোলিক্রশ স্কুলের বিরুদ্ধে। ২৪ মে হবে ম্যাচটি। টি আই টি মাঠে। বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় বুধবার পরিত্যক্ত হয়েছিলো ম্যাচটি। বৃহস্পতিবার কার্যত একতরফা খেলে সেমিফাইনালে পৌঁছে গেলো নিউ হিন্দি স্কুল। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে নিউ হিন্দি স্কুল ৯ উইকেটে পরাজিত করে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরকে। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের গড়া ১৩৬ রানের জবাবে নিউ হিন্দি স্কুল ৮ ওভার বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের হর্ষ বানসাল ঝড়ো ৯০ রান করে। এবং ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়। এদিকে পরমানন্দ স্কুল সহ ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের কোচ নিউ হিন্দি স্কুলের৪ ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করলেও তেমন সাড়া দেয়নি রাজ্য ক্রিকেট সংস্থা বলে জানা গেছে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। দলের পক্ষে আয়ুষ দত্ত ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, আকাশ দাস ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং অয়ন রায় ১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। নিউ হিন্দি স্কুলের পক্ষে যোগ প্রীতম ১৩ রানে এবং শিবম শিবম ৩০ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ২২ গজে একপ্রকার ঝড় তুলে হর্ষ বানসাল। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের বোলারদের একপ্রকার নীচু মাননে নামিয়ে এনে দ্রুত জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে দলকে। ওপেনিং জুটিতে দুজন ৬৯ বল খেলে যোগ করে ১৩৬ রান। যোগ প্রীতম ৩৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে। হর্ষ ৩৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ রানে এবং মুন্না কুমার রায় ৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৪ রানে অপরাজিত থেকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *