নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : আম আদমি পার্টি (এএপি)-র তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে স্মৃতি ইরানি অভিযোগ করেছেন, “এএপি শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত নয়, তাঁদের মহিলা কর্মীরাও মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপদ নয়।” দুর্নীতি, মহিলাদের নিরাপত্তা ইস্যুতে কেজরিওয়ালকে একহাত নিয়েছেন স্মৃতি ইরানি।
স্বাতী মালিওয়ালকে নিগ্রহ-কাণ্ডে স্মৃতি ইরানি আরও বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল একজন হামলাকারীর সঙ্গে প্রচারে যাচ্ছেন, বোঝাই যাচ্ছে তাঁর আনুগত্য।” কেজরিওয়ালের কাছ থেকে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, এক মহিলাকে যখন তাঁর বাড়িতে লাঞ্ছিত করা হচ্ছিল, তখন কারা উপস্থিত ছিলেন? কী করছিলেন অরবিন্দ কেজরিওয়াল?”

