আগরতলা, ২২ মে : বেসরকারি নিরাপত্তা কর্মী ও পুলিশ কর্মীদের থাকার সত্ত্বেও আবারো জিবি হাসপাতালে চোরের হানা। জলের পাইপ সহ এসির সামগ্রী চুরি করে পালিয়েছে চোরের দল।
হাসপাতালের জনৈক কর্মী জানিয়েছেন, আজ সকালে হাসপাতালে এসে দেখতে পেয়েছেন দুইটি রুমের দরজা ভাঙা রয়েছে। সাথে সাথে তাঁরা ওয়ার্ড মাস্টার এবং অন্যান্য কর্মীদের বিষয়টি জানিয়েছেন। দিন দুপুরে চোরের দল হানা দিয়ে জলের পাইপ সহ এসির সামগ্রী চুরি করে পালিয়েছে।
কিন্তু বেসরকারি নিরাপত্তা কর্মী পি পুলিশ কর্মীদের থাকার সত্ত্বেও হাসপাতালে চুরি নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।