আগামী ২৪ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা 

আগরতলা, ২২ মে: আগামী ২৪ মে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। আজ পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শেষ। চলতি মাসের ২৪ মে ফল প্রকাশ করা হবে এবং সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল প্রকাশের আধ ঘন্টার পর থেকে পর্ষদের নিজ ওয়েব সাইটে দেওয়া হবে।