নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ মে: রহস্যজনকভাবে গৃহবধূর গায়ে আগুন লেগে গুরুতর আহত মহিলা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা(বানর চৌমুহনী) এলাকায়।
আগুনে গুরুতর আহত গৃহবধূ হলেন কালিটিলা এলাকার বাসিন্দা প্রভাত সরকারের স্ত্রী সুপর্ণা সরকার (২৫) । তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মিরা এই ঘটনার পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সেখান থেকে অগ্নিদগ্ধ গৃহবধুকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
গৃহবধূর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে তাকে রেফার করেন। এদিকে প্রাথমিকভাবে হাসপাতাল সুত্রে জানা গেছে রান্না করার সময় ওই মহিলার শরীরে আগুন লাগে বলে জানা যায়। যদিও পরিবারের সদস্যদের থেকে কারন জানা সম্ভব হয়নি।