নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২২মে: এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম বিপিন ত্রিপুরা। তার বাড়ি লুধুয়া গুনচন্দ্র পাড়ায়। বর্তমানে ঐ ৩২ বছর বয়সী মহিলা সাব্রুম মহকুমা হাসপাতালে একটি পুত্র সন্তান জন্ম দিলেন।
বিপিন ত্রিপুরা এই সম্পর্ক অস্বীকার করায় সাব্রুম মহকুমা হাসপাতালে সাংবাদিকদের কাছে গোটা ঘটনা বলেন ওই মহিলা। তিনি সুষ্ঠু বিচারের দাবি জানান। মহিলা অভিযোগ করেন — লুধুয়ার গুনচন্দ্র পাড়ার বিপিন ত্রিপুরা বিয়ের প্রলোভন দেখিয়ে গত দূর্গাপুজার সময় থেকে একাধিকবার তার সঙ্গে সহবাস করেন। মহিলা গর্ভবতী হওয়ায় গত ২ মাস আগে বিপিন চন্দ্র ত্রিপুরাকে বিয়ে করার প্রস্তাব দেন মহিলা। কিন্তু বিপিন ত্রিপুরা বিয়ে করতে নারাজ। বর্তমানে সাব্রুম মহকুমা হাসপাতালে মহিলা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেয়। তবে বিপিন এই সম্পর্ক স্বীকার না করায় এবার প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই মহিলা।