করিমগঞ্জ (অসম), ২১ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত চরগোলার কাজিরবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জনৈক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে বিজয় রায় বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে আজ মঙ্গলবার সকালে চরগোলা এলাকার কাজিরবাজারের বাসিন্দা বিজয় রায় নিজের শয়নকক্ষে একটি সিলিং ফ্যান লাগাতে গিয়েছিলেন। তখন অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গেলে তড়িদাহত হন তিনি। তড়িদাহত হলে তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাঁর স্ত্রীও।
বিজয়কে তড়িঘড়ি উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পর ময়না তদন্তের জন্য বিজয় রায়ের মৃতদেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় বৃহত্তর কাজিরবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।