পশ্চিম মেদিনীপুর, ২০ মে (হি. স.): ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়ায় জনসভা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে একহাত নিলেন।
মমতা বলেন, ‘‘মোদীবাবুদের কোনও গ্যারান্টি নেই। এক বার বলল ১৫ লক্ষ টাকা দেবে। এক পয়সারও গ্যারান্টি নেই। নো গ্যারান্টি, ফোর টোয়েন্টি। এখন বলছে জল দিচ্ছি বিনাপয়সা। আমরা দিচ্ছি। ওরা না। বিদ্যুৎ, রেশন, গ্যাস সব বলছে দিচ্ছি। কিছু দিচ্ছে না। আমরা দিচ্ছি। গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। মিথ্যাচারী, দুরাচারী। ”
দেবের সমর্থনে প্রচারে তৃণমূলনেত্রী বলেন, “সন্দেশখালির মেয়েদের নিয়ে চক্রান্ত করল। পরের লক্ষ দাঙ্গা করার। বলে যাই, মনে রাখবেন, আমরা সবাই মানুষ। মানবিকতার ধর্ম, এক সঙ্গে চলা। এক সঙ্গে দুর্গাপুজো করব। কালী, লক্ষ্মীপুজো করব। এক সঙ্গে ইদ করব। মাজের থানে যাব। একসঙ্গে সব কাজ করব।’’
মমতা বলেন, ‘‘এটা দিল্লির ভোট। আমরা চাই, আপনাদের একটা ভোটে আমাদের একটা সাংসদ জিতুক। তাহলে একটা একটা যদি সব সাংসদকে জেতাতে পারি, তাহলে দিল্লিতে ইন্ডিয়া জোট যে সরকার গড়বে, আমরা তাদের সাহায্য করব।’’
মমতা দুর্গার মন্ত্র বলেন। এর পর ইদে কী বলেন, তা-ও বললেন। বড়দিন, সাঁওতাল, লোধা, শবর, মুণ্ডাদের কাছে গেলে কী বলেন, তা-ও বললেন। তাঁর কথায়, ‘‘ আকাশের অবস্থা খুব খারাপ। বলি খেলা হবে! সভা শেষে অনুষ্ঠান করে যাই। কিন্তু আজ করছি না। যদি বজ্রপাত হয়। দেব জিতে কথা দিচ্ছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করব। কপ্টার দেখার জন্য দাঁড়াবেন না।’’