শিলং, ২০ মে (হি.স.) : উত্তরপূর্ব ভারতে ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে নতুন প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।
উত্তর-পূর্বাঞ্চলে ক্রিকেট পরিকাঠামো উন্নত করতে আজ মেঘালয়ের বড়াপানিতে নতুন অত্যাধুনিক ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্ৰের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আযোজিত অনুষ্ঠানে শাহ বলেছেন, অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্ৰের মাধ্যমে উত্তরপূর্বীয় ছয়টি রাজ্যের ক্রিকেট খেলোয়াড়রা উপকৃত হবেন।