থানে, ২০ মে (হি.স.): মহারাষ্ট্রের থানে-তে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সোমবার সকালে থানে-র একটি পোলিং বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন একনাথ শিন্ডে। ভোট দেওয়ার পর তিনি বলেন, “গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমি আত্মবিশ্বাসী যে মহারাষ্ট্রের মানুষ মহাযুতিকে ভোট দেবে।”
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আরও বলেছেন, “শ্রীকান্ত শিন্ডে যে কাজ করেছেন, তা জনগণের সামনে রয়েছে এবং আমি মনে করি জনগণ তাঁকে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরিয়ে আনতে ভোট দেবে। সবাইকে ভোট দিতে হবে। আমি দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীকে আবারও দেশের প্রধানমন্ত্রী করার জন্য মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন।”
2024-05-20

