নয়াদিল্লি, ২০ মে (হি. স.): দিল্লির শাহদরার কৃষ্ণ নগর থানা এলাকায় একটি গুদামে ছুরি দিয়ে গলা কেটে খুন করা হয় ২৫ বছরে এক যুবককে। মৃত ব্যক্তির নাম সতেন্দ্র।
ডিসিপি সুরেন্দ্র কুমার জানান, রবিবার রাত ১১:৪২ মিনিট নাগাদ তারা জানতে পারেন কৌশিকপুরী-৭ নম্বর রাস্তার কাছে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থলে এসে দেখেন ছুরি দিয়ে যুবকের গলা কেটে ফেলা হয়েছে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহটিকে।
ঘটনায় ইতিমধ্যেই ব্রজেশ নামক এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।