নয়াদিল্লি, ২০ মে (হি. স.) : সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টে পর্যন্ত মোট ভোট পড়েছে ৪৭ .৫৩ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৬২.৭২ শতাংশ।
নির্বাচন কমিশনের মতে, বিহারে ৪৫.৩৩ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৪৪.৯০ শতাংশ, ঝাড়খণ্ডে ৫৩.৯০ শতাংশ, লাদাখে ৬১.২৬ শতাংশ, মহারাষ্ট্রে ৩৮.৭৭ শতাংশ, ওডিশায় ৪৮.৯৫ শতাংশ, উত্তর প্রদেশে ৪৭.৫৫ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ৬২.৭২ শতাংশ ভোট পড়েছে।
এই পর্বে উত্তরপ্রদেশের ১৪টি, মহারাষ্ট্রের ১৩টি, পশ্চিমবঙ্গের ৭ টি, ওডিশায় ৫টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৩টি, জম্মু ও কাশ্মীরের একটি, লাদাখে একটি আসন অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এদিন ওডিশা বিধানসভার ৩৫টি বিধানসভা আসনের জন্যও একই সঙ্গে ভোট হচ্ছে। পরিসংখ্যান প্রকাশ করে কমিশন বলেছে, বিকেল ৩টে পর্যন্ত ওডিশায় মোট ৪৮.৯৫ শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে।