কলকাতা, ১৯ মে (হি. স.): রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। ভোটের দিন সকালের দিকে মনোরম পরিবেশ থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি, সোমবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
2024-05-19