(রাউন্ডআপ) তৃণমূলের এজেন্ডা বাংলার উন্নয়নকে স্তব্ধ করা, সিএএ হবেই, বাংলায় ভোট প্রচারে মোদী

কলকাতা, ১৯ মে (হি.স.): গত ১০ বছর ধরে মোদী মন্ত্র হল ছিল, বাংলার উন্নয়ন! কিন্তু, তৃণমূলের এজেন্ডা বাংলার উন্নয়নকে স্তব্ধ করা! রবিবার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি বলেছেন, সিএএ হবেই। তাঁর কথায়, সিএএ নাগরিকত্ব প্রদানের আইন। কিন্তু তৃণমূল মিথ্যে বলছে যে, আপনারা যদি সিএএ ফর্ম পূরণ করেন তবে নিজের নাগরিকত্ব হারাবেন। রবিবার পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, তৃণমূল, কংগ্রেস এবং বামপন্থীরা পশ্চিমবঙ্গকে দুর্নীতি ও অপশাসনের সমার্থক করে তুলেছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা পরাজিত হবে। তৃণমূলের তোষণ বাংলার জনসংখ্যাকে নাড়িয়ে দিয়েছে। তৃণমূল দেশের অন্যান্য রাজ্যের মানুষকে বহিরাগত বলে ডাকে। কিন্তু, অবৈধ অনুপ্রবেশকারীদের নিজেদের মনে করে। মোদী বলেছেন, অনুপ্রবেশকারীদের আমন্ত্রণ জানানো এবং বাংলার মানুষকে ঘৃণা করাই তৃণমূলের পরিকল্পনা। তারা বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করেছে। তারা বাংলার শিল্প-বাণিজ্যকে ধ্বংস করে দিয়েছে। তারা বাংলার কর্মসংস্থান নষ্ট করেছে।
সংরক্ষণ নিয়ে ইন্ডি জোটকে আক্রমণ করে মোদী বলেছেন, বাবা সাহেব আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরুদ্ধে ছিলেন, কিন্তু এখন ইন্ডি জোট ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিতে চায়।…মা, মাটি ও মানুষ রক্ষা করবে বলে তৃণমূল রাজনীতিতে এসেছিল। এখন মা, মাটি ও মানুষকে গ্রাস করছে তৃণমূল। সন্দেশখালি প্রসঙ্গে মোদী বলেছেন, সন্দেশখালির পাপ সমগ্র বাংলার বোনদের ভাবতে বাধ্য করেছে। তৃণমূলের লোকজন এসসি/এটি পরিবারের বোনদের মানুষ হিসাবে বিবেচনা করে না। শাহজাহানকে বাঁচাতে তৃণমূলের লোকজন শুধু সন্দেশখালির বোনদের দোষ দিচ্ছে। তৃণমূলকে কটাক্ষ করে মোদী বলেছেন, যে বাংলায় মা সরস্বতীর পূজা করা হয়… সেখানে তৃণমূল সরকার শিক্ষায়ও চুরি করে। শিক্ষক নিয়োগে তারা হাজার হাজার তরুণের ভবিষ্যৎ নষ্ট করেছে।
মোদী আরও বলেছেন, কংগ্রেসের মন্ত্রী ও কংগ্রেস সাংসদের কাছ থেকে কীভাবে নোটের পাহাড় পাওয়া যাচ্ছে? এখানে, তৃণমূলের নেতা এবং মন্ত্রীদের কাছ থেকেও টাকার পাহাড় বেরিয়ে আসে। দুর্নীতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যাচ্ছে এবং মোদীকে গালিগালাজ করছে! প্রধানমন্ত্রীর কথায়, যাদের আগে কেউ গুরুত্ব দিত না, মোদী তাদের পূজা করেন। যাঁরা শতাব্দীর পর শতাব্দী ধরে বঞ্চিত, মোদী তাদের অগ্রাধিকার দেন। এখন গরিব, দলিত, পিছিয়ে পড়া বা আদিবাসী হোক, মোদী তার পরিকল্পনার সুফল সবাইকে পৌঁছে দিয়েছেন।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাকে আক্রমণ করে মোদী বলেছেন, এখন ইসকন, রাম কৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ দেশ ও বিশ্বে সেবা ও নৈতিকতার জন্য পরিচিত। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তাদের হুমকি দিচ্ছেন, প্রকাশ্য মঞ্চ থেকে সতর্ক করছেন। সারা বিশ্বে এই মিশনের সাথে যুক্ত লক্ষ লক্ষ অনুসারী রয়েছে, তাদের একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা। বাংলা সরকার তাদের দিকে আঙুল তুলে হুমকি দিচ্ছে। এত সাহস! শুধু আপনার ভোট ব্যাংককে খুশি করতে! মোদী আরও বলেছেন, তৃণমূল হোক অথবা কংগ্রেস ও বাম, দল হয়তো তিনটি, কিন্তু সবার পাপ একই। তাই তারা একসাথে একটি ইন্ডি-জোট গঠন করেছে। তৃণমূল-কংগ্রেস-বামেদের মডেল মোটেও উন্নয়নের নয়। তারা দুর্নীতি, হিংসা-নৈরাজ্য, মাফিয়া, তোষণ, স্বজনপ্রীতির মতো রোগেও বিকাশ লাভ করে।