কলকাতা, ১৯ মে (হি. স.): ভোটের আবহে ফের রাজ্য পুলিশে রদবদল। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরাল নির্বাচন কমিশন। এছাড়াও সরানো হয়েছে ভূপতিনগর ও পটাশপুরের ওসি এবং কাঁথির মহকুমা পুলিশ আধিকারিককে। রবিবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে এই রদবদলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
বদলির তালিকায় থাকা পুলিশ আধিকারিকদের মধ্যে পুরুলিয়ার পুলিশ সুপার ছাড়াও রয়েছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাস, পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডু এবং ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক।
2024-05-19