কলকাতা, ১৯ মে (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেতে অধীরের সমালোচনা করেছেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার কংগ্রেস সভাপতি নিজেই সমালোচিত হলেন। মমতার পাশে দাঁড়িয়ে অধীরকে নিশানা করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। তারপর থেকেই প্রদেশ কংগ্রেসের অন্দরে ক্ষোভের ছবি সামনে এসেছিল। রবিবার দেখা গেল প্রদেশ কংগ্রেস অফিসের বাইরে মল্লিকার্জুন খাড়গের একাধিক ছবিতে কালি লাগানো হয়েছে। শুধু তাই নয়, তার উপর লিখে দেওয়া হয়েছে ‘তৃণমূলের দালাল’।
ইন্ডি জোট ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়েছিলেন খাড়গে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে বোঝা যায় তিনি জোটে আছেন- এমনটাই বলেন তিনি। মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সঙ্গে আছেন, সেটা স্পষ্ট। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত নেয় হাইকম্যান্ড। আমরা যে সিদ্ধান্ত নেব, সেটাই চূড়ান্ত হবে। আমাদের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে।’ গতকাল মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি। এরপরই রবিবার কলকাতায় তাঁর ছবিতে দেখা গেল কালি।
2024-05-19

