নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): স্বাতী মালিওয়াল হেনস্থা কাণ্ডে এবার সরাসরি কেজরিওয়ালের দিকে নিশানা করলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। রবিবার মনোজ বলেন, তিনি (অরবিন্দ কেজরিওয়াল) বিভব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করার পরিবর্তে বাঁচানোর চেষ্টা করছেন, এটি থেকে স্পষ্ট যে গোটা ঘটনাটি ঘটেছে কেজরিওয়ালের নির্দেশে।
উল্লেখ্য, দিনকয়েক আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহকারী বিভব কুমারের বিরুদ্ধে আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়ালকে শারীরিক হেনস্থার অভিযোগে রাজধানীর রাজনৈতিক পারদ বেড়েছে। কেজরিওয়ালের সহকারী বিভব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সাংসদ জানিয়েছেন, কেজরিওয়ালের বাসভবনে বিভব তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন। দিল্লির এইমসে স্বাস্থ্য পরীক্ষা হয় স্বাতীর। এরপর স্বাতী মালিওয়ালের বাসভবনে পৌঁছয় দিল্লি পুলিশের তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদের জন্য বিভব কুমারের বাড়িতেও যায় পুলিশ। কিন্তু প্রথমে বিভবের বাসভবনে ঢোকার অনুমতি পেয়েছিল না দিল্লি পুলিশ। পরে গ্রেফতার হন বিভব। আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
2024-05-19