নতুন বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: ঊষা বাজারের পর এখন বাজারের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত নরসিংগড় বাজার।কয়েক ঘণ্টার মধ্যে দুই দুই বার মারপিটের ঘটনা দুই পক্ষের মধ্যে। এয়ারপোর্ট থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উষা বাজারের ঘটনার এখনো রেশ কাটেনি তারই মধ্যে বাজারের কমিটি গঠন করাকে কেন্দ্র করে আবারো উত্তপ্ত হয়ে উঠে নরসিংগড় এলাকা। কয়েক ঘন্টার মধ্যে একাধিকবার মারপিটের ঘটনা ঘটেছে, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা।পরবর্তী সময় থানায় মামলা করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, এয়ারপোর্ট থানার অন্তর্গত নরসিংগড় বাজারের পুরাতন কমিটিকে না জানিয়ে নতুন কমিটি গঠন করে ফেলে কতিপয় ব্যবসায়ীরা। স্থানীয় দেবজ্যোতি দেব উরফে মান্না নামে এক ব্যাক্তির তৎপরতায় গত ১০ই মে এই কমিটি গঠন করা হয়।  নতুন কমিটি নরসিংগড় বাজারে একটি সভার আয়োজন করলে পুরান কমিটি অর্থাৎ ব্যাবসায়ীদের ভোটে গঠিত কমিটি এই সভা করতে বাধা প্রদান করলেন দুই কমিটির মধ্যেই বিবাদ বাদে।

নতুন কমিটির বিরুদ্ধে অভিযোগ নতুন কমিটির সদস্যরা পুরান কমিটির সদস্যদের মারধর করে।প্রতিবাদে থানার দ্বারস্থ হয় পুরান কমিটির সভাপতি।  দেবজ্যোতি দেব উরফে মান্না সহ ৪ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করেন এই ঘটনায় আক্রান্ত নড়সিংগড় বাজারের পুরান কমিটির সভাপতি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে পুরান কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন স্থানীয় দেবজ্যোতি দেব ওরফে মান্না নামে এক ব্যাক্তির নেতৃত্বেই পঞ্চায়েতের মধ্যে বসে এই নতুন কমিটি গঠন করা হয়। তবে এই ঘটনায় দলীয় কোন বিষয় রয়েছে কিনা সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগকারীদের পক্ষের।

বলা বাহুল্য এই নতুন কমিটি,পুরান কমিটির বিবাদ সম্পর্কে কোনভাবেই অবগত নন বাজারের ব্যবসায়ীরা। স্থানীয় বিশেষজ্ঞ মহলের দাবি ঊষা বাজার ভারতরত্ন সংঘের নতুন কমিটি পুরাতন কমিটির সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ধরনের কোন অপ্রিতিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে উক্ত বিষয়ে পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এই বিষয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এগিয়ে আসার প্রয়োজন।